শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Election: ৫ বছরে ৩১ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি বিজেপি প্রার্থী রাজু বিস্তার

Rajat Bose | ০৬ এপ্রিল ২০২৪ ০৯ : ৫২Rajat Bose


অলক সরকার,‌ শিলিগুড়ি:‌ রাজু বিস্তা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ২০১৯ সালে তিনি প্রথমবার এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়াই করেন। এবারও সেই তিনিই বিজেপির প্রার্থী হয়েছেন। নিয়মানুযায়ী মনোনয়ন জমা করার সময় প্রার্থীকে নিজের সম্পত্তির পরিমাণ জানাতে হলফনামা দিতে হয় কমিশনকে। যা কমিশন জনসমুক্ষে রাখে। ২০১৯ সালে যে হলফনামা রাজু বিস্তা জমা করেছিলেন, তার তুলনায় এবারের হলফনামায় সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে। এই সম্পত্তি বৃদ্ধির পরিমাণ নেহাত কম নয়। প্রায় ৩০ কোটি টাকারও বেশি।

 নির্বাচন কমিশনের কাছে বিস্তা যে হিসেব দিয়েছেন, তাতে তাঁর হাতে রয়েছে নগদ ৭৩ হাজার ৪০৪ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে ১৩ হাজার ৩২৪ টাকা৷ অন্যদিকে অস্থাবর সম্পত্তি হিসেবে দেখিয়েছেন, ব্যাঙ্ক, বিমা, ৬০৬ গ্রাম সোনা ও শেয়ারে বিনিয়োগ–সহ গচ্ছিত সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার ৩৭০ টাকা। তাঁর স্ত্রীর এই অস্থাবর সম্পত্তির পরিমাণ বিমা, শেয়ার ও ৪ লক্ষ ৪৯ হাজার ৪৫৩ টাকার সোনার গয়না সহ মোট ৫ কোটি ৪২ লক্ষ ৫ হাজার ৫৬১ টাকা। অর্থ্যাৎ সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৭ কোটি ৮০ লক্ষ টাকা। এর সঙ্গে স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি ও অকৃষি জমি মিলিয়ে ৪ কোটি ৩০ লক্ষ ৯২ হাজার ৫ টাকার সম্পত্তি আছে। স্ত্রীর নামে অবশ্য বাড়ি কিংবা জমি নেই৷ তবে রাজু বিস্তার দুইটি আবাসিক বিল্ডিংয়ের বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৯৯ লক্ষ ১৩ হাজার ৪৮৭ টাকা ও ৩ কোটি ২১ লক্ষ ৯ হাজার ১৩৬ টাকা। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৪৭ লক্ষ ৬ হাজার ৬২৮ টাকা।
 ২০১৯ সালে একইভাবে নির্বাচন কমিশনকে যে হিসেব দেওয়া হয়েছিল সেটা অনুযায়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তার হাতে ছিল নগদ ২ লক্ষ ৯৫ হাজার ৪০ টাকা। আর তাঁর স্ত্রীর হাতে নগদ ছিল ৩ হাজার ৯২৪ টাকা৷ তখন প্রার্থী ও তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি দেখানো হয়েছিল ৭ কোটি ৪২ লক্ষ টাকা। আর স্থাবর সম্পত্তি দেখানো হয়েছিল ৫ কোটি ৫০ লক্ষ টাকা। ফলে খোলা চোখেই দেখা গেছে বিগত ৫ বছরে রাজু বিস্তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তি বেড়েছে প্রায় ৩১ কোটি টাকার।
 প্রসঙ্গত রাজু বিস্তা সুরিয়া ও ইউরেকা ফোর্বসের মতো সংস্থার মালিক। এর বাইরেও বেশ কিছু বড় সংস্থায় তাঁর বিনিয়োগ আছে। দার্জিলিঙের সাংসদ হওয়ার পর তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সম্পদের পরিমাণও বেড়েছে।












বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



04 24